× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মুশফিকের কণ্ঠে ক্ষোভের আগুন

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, সোমবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভ মিশন শুরু হয়ে গেছে বাংলাদেশের। তবুও রয়েগেছে স্কটল্যান্ডের কাছে হারের রেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি কাঠগড়ায় তোলেন তিন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ, সাকিব ও মুশফিককে।

সুপার টুয়েলভ নিশ্চিতের পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মাহমুদুল্লাহ। 'ক্রিকেটারদের ছোট করা হয়েছে' এমন মন্তব্য করেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। সমালোচকদের একহাত নেন মাহমুদুল্লাহ। এরপর সংবাদমাধ্যমে আবার প্রতিক্রিয়া দেখান বিসিবি সভাপতি।

মাঠের বাইরের এসব ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় মুশফিককে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেললেও হেরেছে বাংলাদেশ। তবে মুশফিকের কণ্ঠে ছিল ক্ষোভের আগুন।
তিনি বলেন, 'এটা তো সবসময় হতেই থাকবে (মাঠের বাইরে কথা)। ক্রিকেটার হিসেবে ভালো করলে সবাই তালি দেবে, খারাপ করলে গালি দেবে। এটাই স্বাভাবিক, তাই না? আর এটা আমার প্রথম নয়, গত ১৬ বছর ধরে খেলছি, এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার কাছে খুবই নরম্যাল লাগে।'

'যারা এরকম কথা বলেন, তাদের নিজেদের মুখটা আয়নায় দেখা উচিত। তারা বাংলাদেশের হয়ে খেলেন না, খেলি আমরা ক্রিকেটাররাই। শুধু আমি নই, টেস্ট স্ট্যাটাস বা তার আগে থেকেও যারা খেলেছেন, সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে। ভালো করার চেষ্টা করে। কখনও হয়, কোনোদিন হয় না। আমরা মনে করি, আমরা দেশের প্রতিনিধিত্ব করি, এই গর্বটা নিয়ে মাঠে যাই এবং ভালো করার চেষ্টা করি।'
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর