× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধ নিহত

বাংলারজমিন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, সোমবার

পাবনার ঈশ্বরদীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পাকশী-পাবনা সড়কের চররূপপুর জিগাতলা মোড়ে সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ৬৮ বছর বয়সী বৃদ্ধ লুৎফর ওরফে মুক্তারের বাড়ি উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামে। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, লুৎফর নিজ বাড়ি থেকে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য চররূপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কে চলাচল করা কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লুৎফর।
আলামিন নামে স্থানীয় এক যুবক জানান, ওই বৃদ্ধ প্রতিদিন ভোরে বাড়ি থেকে একা বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ পড়তে যেতেন। একা থাকার কারণে দুর্ঘটনার কারণ জানা কারও পক্ষে সম্ভব হয়নি।

আতিকুল ইসলাম বলেন, ‘ভোরে রাস্তায় কোনো লোকজন না থাকায় তাকে ধাক্কা দেয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মসজিদে নামাজে পড়তে যাওয়ার পথে এভাবে সড়কে মৃত্যুর ঘটনায় সাহাপুর ও জিগাতলাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর