বিনোদন

প্রেম ও প্রতিশোধের জালে শ্যামল-আইশা

স্টাফ রিপোর্টার

২০২১-১০-২৭

নতুন একটি ড্রামা সিরিজ নিয়ে হাজির হচ্ছেন চলতি সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী আইশা খান। অরিজিন্যাল এ ড্রামা সিরিজের নাম ‘এ এমন পরিচয়’। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফরম জি-ফাইভ গ্লোবাল। বাংলাদেশে এই প্রথম এমন দীর্ঘ সিরিজ ফরম্যাটের কনটেন্ট আনলো প্ল্যাটফরমটি। এই ফরম্যাটে প্রতিটি সিজনের ২০টি পর্ব থাকবে যা নির্দিষ্ট সময় পরপর মুক্তি পাবে। শ্যামল মাওলা ও আইশা খান ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ। সিরিজের কাহিনী নয়নতারাকে ঘিরে যিনি ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তিনি ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন এবং হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে। প্রেমভিত্তিক এই পলিটিক্যাল থ্রিলারটি নিয়ে বেশ আশাবাদী শ্যামল মাওলা। তিনি বলেন, ভিন্নধর্মী কাজ করতেই আমার ভালো লাগে। সেদিক থেকে এর গল্পটি অনেকটা আলাদা। কাজটায় একটা চ্যালেঞ্জ ছিল। আমার বিশ্বাস দর্শকও উপভোগ করবেন। আইশা খান বলেন, এমন একটি সিরিজে কাজ করতে পারাটা বেশ বড় ব্যাপার। আমি চেষ্টা করেছি নিজের শতভাগ দিয়ে চরিত্রটি করতে। দর্শকদের ভালো লাগবে আশা রাখি। এর আগে জি-ফাইভের ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’ ও ‘যদি কিন্তু তবুও’র মতো বাংলাদেশি অরিজিন্যালগুলো দেশে ও দেশের বাইরে বেশ দর্শকনন্দিত হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ বিশ্বজুড়েই সাড়া ফেলেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status