× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

উড়ছেন জাহ্নবী

বিনোদন

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

চরিত্রের জন্য অভিনেতাদের নতুন নতুন বাধা পেরোতে হয়। এমনও হয়, একটা চরিত্রের খোলসের ভেতরে এমনভাবে ঢুকে যান তারকারা, সেখান থেকে বেরোতেও একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় তাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা বলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। মালায়ালম ছবি ‘হেলেন’-এর হিন্দি রিমেকের শুটিং করছেন জাহ্নবী। ছবির পরিচালক মথুকুট্টি জেভিয়ার। একটি শিডিউলের শুটিং করতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত তিনি, জানিয়েছেন জাহ্নবী। অভিনয়ে তিনি এখনো পাকাপোক্ত নন। সে কথা জানেন শ্রীদেবী-তনয়া।
তবে তার পরিশ্রমে কোনো ফাঁক থাকে না। বিষয়টি নিয়ে এ নায়িকা বলেন, কাজের বিষয়ে আমি খুব সিরিয়াস। যদি শুটিং করতে গিয়ে চরিত্রটা শারীরিক ও মানসিকভাবে আমাকে নিংড়ে না নেয়, তখন মনে হয় কোথাও খামতি থেকে যাচ্ছে। এই ছবির একটি শিডিউলের শুটিংয়ে আমার তেমনই মনে হয়েছিল। পরিচালক জেভিয়ারের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জাহ্নবীর মত, মুথ স্যার আমাকে চাপ নিতে বারণ করছেন। বলেছেন, চাপমুক্ত হয়ে যেন কাজ করি। কিন্তু যতক্ষণ না আমি আশা-আশঙ্কার মধ্যে থাকি, মনে হয় কাজটা ঠিকমতো হয়নি। জাহ্নবীর হাতে রয়েছে ‘গুড লাক জেরি’, ‘দোস্তানা টু’-এর মতো ছবি। সবমিলিয়ে ক্যারিয়ার নিয়ে এখন উড়ছেন এ নায়িকা। এই সময়টাকে কাজে লাগাতে পারলেই একটা শক্ত অবস্থান গড়তে পারবেন বলিউডে, সেটা ভালো করেই জানেন জাহ্নবী। বিষয়টি নিয়ে তিনি বলেন, পরিশ্রম করতে আমার আপত্তি নেই। বরঞ্চ কোনো দৃশ্য শতভাগ সঠিক না হওয়া পর্যন্ত নিজেই আমি শান্তি পাই না। আর বলিউড একটি বড় ও কঠিন জায়গা। প্রতিযোগিতার জায়গা। এখানে জায়গা গড়া ও টিকে থাকা সহজ ব্যাপার নয়। আমিও চাই নিজের যোগ্যতা দিয়ে মায়ের মতো না পারি, তার কাছাকাছি একটা অবস্থান গড়তে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর