× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কপালে টিপ, পরনে শাড়ি, মিলানের রাস্তায় ঝড় তুললেন এই বাঙালি

রকমারি


৩০ অক্টোবর ২০২১, শনিবার

লিঙ্গ বৈষম্য এখন অতীত। এই মানুষটি কেবল ভারতে নয়, ইতালিতেও এবার তা প্রমাণ করছেন। পুষ্পক সেন, বাংলার একজন ফ্যাশন ছাত্রকে সম্প্রতি ইতালির মিলানে দেখা গেল শাড়ি পরে রাস্তায় হাঁটতে। একজন পুরুষ মানুষকে ভরা রাস্তায় শাড়ি পরে ঘুরতে দেখে অনেকে হতবাক। কে এই যুবক তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। কেনই বা এমন বেশভূষায় মিলানে ঘুরে বেড়াচ্ছেন। যাঁকে ছবিতে দেখা যাচ্ছে সেই যুবক খোদ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অনুমান করুন তো বিশ্বের ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে?’ ভাইরাল হওয়া ওই ব্যক্তি এক জন বাঙালি। কলকাতার বাসিন্দা।
নাম পুষ্পক সেন। তিনি ইটালির ফ্লোরেন্সে ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করছেন। বছর ছাব্বিশের পুষ্পক পড়াশোনার সূত্রে ইটালিতেই রয়েছেন। বন্ধুদের সাথে মিলানে ছুটি কাটানোর ফাঁকে এই ছবিগুলি তুলেছিলেন তিনি এবং সেগুলি এখন রীতিমত ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, পুষ্পক সেন যতটা সম্ভব শাড়ি পরার চেষ্টা করেন এবং কখনও কখনও কলেজে যাওয়ার সময়ও এই ধরণের পোশাক পরেন তিনি ।ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দেবার সময়ে এই বাঙালি যুবক জানান, 'আমি বিশ্বের অন্যতম প্রধান ফ্যাশন হাব পরিদর্শন করার এবং সেখানে শাড়ি পরার এই সুযোগটি মিস করতে চাইনি। আমি সেখানে আমার দেশের সংস্কৃতি বহন করে নিয়ে গেছি। তাই একজন ভারতীয় হওয়ার কারণে, আমি আমার সংস্কৃতিকে নিজের মত করে উপস্থাপন করেছি সেখানে।" পুষ্পক সেনের পরনে ছিল কালো রঙের শাড়ি, হাই নেক টি শার্টের উপরে ব্লেজার। ট্রিম করা দাড়ি। চোখে হালফিলের রোদচশমা। কপালে লাল বড় টিপ। এক হাতে ছাতা এবং অন্য হাতে ধরা একটি ব্যাগ। গত বছরের নভেম্বরেও সংবাদের শিরোনামে এসেছিলেন পুষ্পক সেন। সেসময় লিপস্টিক এবং আইলাইনার পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। কারণ লিপস্টিক পরার জন্য তার মাকে অপমানিত হতে হয়েছিল। সেন দৃঢ়ভাবে অ্যান্ড্রোজিনাস ফ্যাশনের ধারণাগুলিকে ফিরে আনতে চান এবং ঐতিহ্যবাহী ভারতীয় তাঁতকে বার্সেলোনার মতো জায়গায় উপস্থাপন করতে সেখানেও তাঁতের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন তিনি। এই বাঙালি যুবক তাঁর একটি পোস্টে লিখেছেন, "আমি এখানে, সমস্ত মা, বোন, কন্যা, অ-পুরুষ এবং সমস্ত নারীদের জন্য দাঁড়িয়ে আছি যারা একটি অনিরাপদ সমাজের বিষাক্ততার কারণে তাদের আকাঙ্ক্ষাকে দমন করতে বাধ্য হয়েছেন'।

সূত্রঃ thequint.com
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর