ভারত

মোদি বললেন- বিজেপি পারিবারিক পার্টি নয়, ৫ রাজ্যের নির্বাচনেও জিতবে 

বিশেষ সংবাদদাতা    

২০২১-১১-০৮

বিজেপি কোনো পারিবারিক পার্টি নয়, কোনো একটি পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপিই জিতবে ।  দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, গোয়া, মনিপুর ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে মোদি এ কথা বলেন। মোদির নিশানায় যে নেহেরু- গান্ধী পরিবার নিয়ন্ত্রিত কংগ্রেস ছিল তা বলে দেয়ার অপেক্ষা রাখে না।

এছাড়াও আঞ্চলিক দলগুলিকে নিশানা করেন তিনি। এদিন মোদি বিজেপির  নতুন দিশাও ঘোষণা করেন। তিনি বলেন, পদ্ম শিবিরের লক্ষ্য হলো - সেবা, সংকল্প এবং সমর্পণের। এই দিশা নিয়েই বিজেপি ভবিষ্যতে চলবে। বিজেপির  সর্বভারতীয় সভাপতি জগৎপতি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সভায় উপস্থিত ছিলেন। পাঁচটি রাজ্য তাদের লড়াইয়ের প্রেজেন্টেশন পেশ করে এই সভায়। মোদি বলেন, পাঁচ রাজ্যেই বিজেপি ভালো ফল করবে।

কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলায় বিজেপি পাহাড়ের মতো দাঁড়িয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবে। নির্বাচনে সাম্প্রতিক পরাজয়ের কথা মনে রেখেও ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলার মানুষ অচিরেই নিজেদের ভুল বুঝতে পারবে।           

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status