ভারত
কলকাতা কথকতা
যশোর থেকে কলকাতা, ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১১-১৬
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে বাংলাদেশ-ভারত সেনাদের যৌথ সাইকেল র্যালি যশোর থেকে যাত্রা শুরু করল সোমবার। ২০ জন সাইকেল আরোহীর দল কুষ্টিয়া, দর্শনা, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, রানাঘাট, বারাকপুর অতিক্রম করে কলকাতায় পৌঁছাবে ২৪ নভেম্বর। কলকাতায় ফোর্ট উইলিয়ামে তাদের যাত্রা শেষ হবে।
সোমবার যশোরে বাংলাদেশের পঞ্চান্ন নম্বর ইনফ্যানট্রির জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আহমেদ এই যাত্রা শুরুর সংকেত দেন। মহান বিজয় দিবস স্মরণ করে রাখতেই এই সাইকেল র্যালি।
সফরের সময় বিভিন্ন জায়গায় বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের সঙ্গে দেখা করবেন অভিযাত্রীরা। স্থানীয় কিশোর-তরুণদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহ যোগাবেন।
সোমবার যশোরে বাংলাদেশের পঞ্চান্ন নম্বর ইনফ্যানট্রির জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আহমেদ এই যাত্রা শুরুর সংকেত দেন। মহান বিজয় দিবস স্মরণ করে রাখতেই এই সাইকেল র্যালি।
সফরের সময় বিভিন্ন জায়গায় বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের সঙ্গে দেখা করবেন অভিযাত্রীরা। স্থানীয় কিশোর-তরুণদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহ যোগাবেন।