বিনোদন
মা হলেন এভলিন
বিনোদন ডেস্ক
২০২১-১১-২১
বলিউড অভিনেত্রী এভলিন শর্মা কন্যাসন্তানের মা হয়েছেন। এটি তার প্রথম সন্তান। সামাজিক পাতায় ভক্তদের এ সুখবর ভাগাভাগি করেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী নিজেই। সেইসঙ্গে এভলিন তার কন্যার নামও জানিয়েছেন, যুক্ত করেছেন মা-মেয়ের ছবি। গত ১২ই নভেম্বর কন্যাসন্তান প্রসব করেন এভলিন। কিন্তু জানালেন বেশ পরে। মেয়ের নাম রেখেছেন আভা রানিয়া ভিন্দি। চলতি বছরের ১৫ই মে অস্ট্রেলিয়ায় দীর্ঘদিনের প্রেমিক তুশানকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এভলিন।