× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

শেষের পাতা

কূটনৈতিক রিপোর্টার
২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার

দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনদিনের সরকারি সফরে সোমবার ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কোনো ভাইস প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। তবে দেশটির একাধিক প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। সর্বশেষ গত মার্চে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরের প্রথম দিনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া বিকালে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ভাইস প্রেসিডেন্টের হোটেল স্যুটে গিয়ে বৈঠক করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
বঙ্গবন্ধুর নিঃস্বার্থ প্রচেষ্টাই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে: এদিকে ঢাকা সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃস্বার্থ প্রচেষ্টাই বাঙালি জাতির স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে আরও ভালোভাবে জানা-বোঝার সুযোগ পেয়ে তিনি সমৃদ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।  সোমবার বিকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ পুরাতন সড়কস্থ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং ওই অঙ্গনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন: ওদিকে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম সোমবার বিকালে ঢাকার মিরপুরে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ভাইস প্রেসিডেন্টকে সেখানে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি। এরপর বিকেটিটিসি’র কনফারেন্স রুমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদান করা হয়। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীরা বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রশংসা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো অনিয়মতান্ত্রিক অভিবাসনকে সব সময় নিরুৎসাহিত করে। এতে আরও বক্তব্য রাখেন মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ইব্রাহীম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি। মতবিনিময় শেষে প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বিকেটিটিসিতে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
আজ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ: ওদিকে আজ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। তাছাড়াও একই দিনে শিক্ষা, স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী আলাদা আলাদাভাবে ভাইস প্রেসিডেন্ট নাসিমের সঙ্গে বৈঠক করবেন। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শাম্‌স গতকাল মানবজমিনকে বলেন, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে মালদ্বীপের আলাদা গুরুত্ব রয়েছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মাদ সলিহ’র বৈঠক হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ঢাকা সফর করছেন। তার সফরে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ বিষয়েও আলোচনা হবে। কোভিড সহায়তার অংশ হিসেবে চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশের একটি মেডিকেল টিমকে মালদ্বীপ পাঠানো হয়েছিল। তারা খুব ভালো সহযোগিতা দিয়েছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশ-মালদ্বীপ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে চলমান সফরে বিস্তৃত আলোচনা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর