× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথমবার গণতন্ত্র থেকে পিছিয়ে পড়া দেশের তালিকায় যুক্তরাষ্ট্র

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) নভেম্বর ২৩, ২০২১, মঙ্গলবার, ৪:০৬ অপরাহ্ন

প্রথমবারের মতো গণতন্ত্র থেকে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নাম। ইন্টারন্যাশনাল আইডিইএ  নামের স্কটল্যাণ্ডভিত্তিক থিংক ট্যাংক তাদের রিপোর্টে এমন তথ্য উপস্থাপন করেছে। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ২০১৯সাল থেকে পিছিয়ে পড়া শুরু হয় এবং এটি দৃশ্যমান পর্যায়ে এসে পৌঁছায়। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এন্ড ইলেকটোরাল অ্যাসিসট্যান্স  এই তালিকা তৈরি করেছে। তাতে তারা বলেছে, সারা বিশ্বে প্রতি চারজন মানুষের মধ্যে একজনের  বেশি বসবাস করছে পিছিয়ে পড়া গণতন্ত্রের ভিতর। অন্যদিকে হাইব্রিড স্বৈরাচারী শাসকদের অধীনে বসবাসকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রতি ২ জনে ১ জন। এই রিপোর্টে বলা হয়েছে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পিছন দিকে ধাবিত হওয়া শুরু হয় এবং প্রথমবারের মতো তা এই তালিকায় উঠে আসে।

এই রিপোর্টের অন্যতম লেখক আলেকজান্ডার হাডসন বলেছেন, যুক্তরাষ্ট্র একটি উচ্চ গণতন্ত্রের দেশ। তারা পক্ষপাতিত্বহীন প্রশাসনে উন্নততর পারফরম্যান্স দেখেছে ২০২০ সালে।
কিন্তু নাগরিক স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতার সূচক খুবই সমস্যাবহুল। এসব জিনিস গণতন্ত্রের মৌলিক ভিত্তি।  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিকে বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে ঐতিহাসিক টার্নিং পয়েন্ট সামনে চলে আসে ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কারণে। ২০২০ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি।  কিন্তু তার হাতে কোনো প্রমাণ না থাকায় তিনি আদালতে প্রত্যাখ্যাত হন এবং শেষ পর্যন্ত এ বছর জানুয়ারি ক্যাপিটল হিলে তার উস্কানিতে যে দাঙ্গা হয়, তাতে নিহত হন কমপক্ষে পাঁচজন। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুমোদন দেয়ার কংগ্রেসের যৌথ অধিবেশন শুরু হওয়ার আগে ওই দাঙ্গা চালানো হয় । এর সাথে যুক্ত হয়েছে স্বাধীনভাবে জমায়েত হওয়ার অধিকারের গুনগতমান, বিশেষ করে ২০২০ সালে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করে পুলিশ।
ইন্টারন্যাশনাল আইডিইএ ১৫০ বছরের গণতান্ত্রিক সূচকের উপর ভিত্তি করে তাদের মূল্যায়ন উপস্থাপন করে এগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এগুলো হলো- গণতন্ত্র (যে গণতন্ত্র পশ্চাৎদিকে ধাবিত হচ্ছে), দ্বিতীয়তঃ  হাইব্রিড সরকার এবং তৃতীয়তঃ কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী। আইডিইএ’র সেক্রেটারি জেনারেল কেভিন কাসাস  জামোরা বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক দৃশ্যমান অবনমন সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। বিশেষ করে সেখানে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারীদের উপর চালানো হয়েছে নিষ্পেষণ এবং মেরুকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন গণতন্ত্রের জন্য আরও অবনমনের বিষয় উল্লেখ করে তিনি বলেছেন, ২০২০ সালের নির্বাচনের প্রমাণহীন জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেই একই ঘটনা ঘটেছে মিয়ানমার, পেরু এবং ইসরাইলেও।  ওই রিপোর্টে বলা হয়েছে গত একবছরে দশকে গণতন্ত্র থেকে বিচ্যুত হওয়া দেশের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এসব দেশে বসবাস করেন বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। যুক্তরাষ্ট্রের সাথে এই তালিকায় যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশ হাঙ্গেরি, পোল্যান্ড এবং স্লোভেনিয়া। গত বছর এই তালিকায় নাম ছিল ইউক্রেন এবং উত্তর মেসিডোনিয়া। কিন্তু এবছর তালিকা থেকে তাদের নাম মুছে দেয়া হয়েছে। কারণ এ দুটি দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে। অন্যদিকে আগের মতোই তালিকায় অবস্থান করছেন মালি এবং সার্বিয়ার নাম। কারণ এ দুটি দেশে এখনো কাঙ্খিত গণতন্ত্র ফেরত আসেনি। অন্যদিকে গণতন্ত্র থেকে কর্তৃত্ববাদী সরকারের দিকে ধাবিত হয়েছে মিয়ানমার, আফগানিস্তান এবং মালি। এর আগে এ দেশগুলোতে হাইব্রিড সরকার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর