× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হৃদরোগের সঙ্গে সম্পর্কিত নতুন কোষ আবিষ্কার বিজ্ঞানীদের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) নভেম্বর ২৩, ২০২১, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

মানুষের হৃৎপিণ্ডে নতুন ধরণের কোষ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, এই কোষের সঙ্গে হার্ট রেট বা হৃদ কম্পনের সম্পর্ক রয়েছে। ফলে এই আবিষ্কারের কারণে হৃদরোগের কারণ বুঝতে পারা ও এর সমাধানের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো। এ কোষ নিয়ে বিজ্ঞানীরা এখন আরও বিস্তৃত গবেষণা শুরু করছেন।

নতুন আবিষ্কার হওয়া কোষটি হচ্ছে এক ধরণের গ্লিয়াল কোষ। আমাদের মস্তিষ্কে থাকা কেন্দ্রীয় স্নায়বিক প্রক্রিয়া চালাতে অ্যাস্ট্রোসাইটস যেভাবে সাহায্য করে, এই কোষও সেভাবে কাজ করে। জন্মগত হৃদরোগ হৃদপিণ্ডের যে অংশে সবথেকে বেশি দেখা যায় সেখানেই এই কোষের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। প্রথম এই কোষ দেখা যায় জেব্রাফিশের দেহে। এরপর ইদুর ও মানবদেহেও এর উপস্থিতি পাওয়া যায়।
জেব্রাফিশের উপরে গবেষণা চালিয়ে জানা গেছে, এই কোষগুলো শরীর থেকে সরিয়ে ফেললে হৃদ কম্পন বৃদ্ধি পায়। এই কোষ কাজ করতে না পারলে হৃদ কম্পন অনিয়মিত হয়ে পরে।

এ কোষ নিয়ে ইন্ডিয়ানা প্রদেশের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গবেষক কোডি স্মিথ বলেন, আমরা এখনো এই কোষকে বুঝে উঠতে পারিনি। তবে যতটুকু ধারণা করা যায় তা হচ্ছে, এই কোষ সরিয়ে নিলে হৃদ কম্পন বেড়ে যায় এবং এর সঙ্গে অনেক হৃদরোগের সম্পর্ক রয়েছে। হৃদপিণ্ড ঠিকভাবে পরিচালিত হতে এই কোষের বড় ভূমিকা রয়েছে। এ নিয়ে বিস্তারিত গবেষণা হলে অনেক অসুখ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর