অনলাইন
নাটোর জেলা প্রশাসক চত্বরে পুলিশ-আওয়ামী লীগের অবস্থান, স্মারকলিপি দেয়নি বিএনপি
নাটোর প্রতিনিধি
২০২১-১১-২৪
বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত স্মারকলিপি প্রদানের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় সরকার দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা ওই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয়। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শক্ত অবস্থান নেয় পুলিশ। পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড রুহুল আমিন তালুকদার টগর সাংবাদিকদের জানান, তারা পরিস্থিতির কারণে স্মারকলিপি প্রদান করবেন না। এর আগে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫১৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।