বিশ্বজমিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

মার্চের মধ্যে ইউরোপ ও এশিয়ায় করোনায় মারা যাবে আরো ৭ লাখ মানুষ

মানবজমিন ডেস্ক

২০২১-১১-২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মার্চের মধ্যে ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ লাখ মানুষ মারা যেতে পারেন। এরই মধ্যে ইউরোপের ৫৩টি দেশে প্রায় ১৫ লাখ মানুষ মারা গেছেন বলে রেকর্ড করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্কতা দিয়ে সংস্থাটি বলেছে, ইউরোপে ক্রমবর্ধমান সংক্রমণ দেখা দিয়েছে। ফলে মার্চের মধ্যে ৪৯টি দেশের আইসিইউতে উচ্চ বা চরম আকারে চাপ সৃষ্টি হতে পারে। বৃটেনে করোনা মহামারির ভবিষ্যত ঝুঁকি বৃটেনের প্রতিরক্ষায় হুমকির মতোই গুরুত্বর হতে পারে বলে সতর্ক করেছেন টিকার বিষয়ক সাবেক একজন জার। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, আগামী বছরে নিজেদের সীমান্তের কড়াকড়ি শিথিল করবে নিউজিল্যান্ড। পূর্ণাঙ্গ টিকা নেয়া পর্যটকদের প্রবেশের অনুমোদন দেয়া হবে ৩০ শে এপ্রিলের মধ্যে। বর্তমানে সেখানে দীর্ঘ মেয়াদী কোয়ারেন্টিনের বিধান চালু আছে। মঙ্গলবার বৃটেনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৪২ হাজার ৪৮৪ জন। ২৮ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ১৬৫ জন মারা গেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status