× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জাতীয় লীগের পারফরমেন্স সাহস জোগাচ্ছে জয়কে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়। যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটার দারুণ ফর্মে আছেন জাতীয় লীগের এবারের মৌসুমে। আসরে চট্টগ্রাম বিভাগের হয়ে জয় ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রানের ইনিংস খেলেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষে ১২১ রানের ইনিংস তার জন্য জাতীয় দলের দরজা খুলে দেয়। টেস্ট দলে ডাক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এই ব্যাটার বলেন, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। আমি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি।’
জাতীয় লীগে শুরুটা করেছিলেন জোড়া শূন্য দিয়ে।
সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তরুণ এই ব্যাটার। পরপর দুই ম্যাচ খেলেন ১১২ ও ১২১ রানের ইনিংস। এমনকি অসমাপ্ত রেখে আসা ম্যাচেও প্রথম ইনিংসে করেন ৮৩ রান।
যুব ক্রিকেটের টেস্ট ফরম্যাটে একটি আর ওয়ানডে ফরম্যাটে চারটি সেঞ্চুরি রয়েছে মাহমুদুল হাসান জয়ের। বড়দের ক্রিকেটে এসেও সচল জয়ের ব্যাট। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ছয় ম্যাচ খেলেই করেছেন দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। যার ফলে ডাক পেয়েছেন টেস্ট দলে। স্বাভাবিকভাবেই স্বপ্ন পূরণ হওয়ায় অনেক খুশি জয়। বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় তিনি বলেন, ‘জাতীয় লীগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও ‘এ’ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।’ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে জয় বলেন, ‘আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।’ টানা তিন ম্যাচে ৮০-ঊর্ধ্ব রানের ইনিংস খেলার আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তান সিরিজটি শুরু করতে চলেছেন জয়। মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে মূল একাদশে মিডলঅর্ডারে জায়গা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। গতকাল অনুশীলনের শুরুতেই নতুন বলের বিপক্ষে মাহমুদুল হাসান ব্যাটিং করেন দীর্ঘক্ষণ। ২১ বছর বয়সী এই তরুণ ব্যাটারকে নেটে বেশ মনোযোগ দিয়েই দেখেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। চট্টগ্রামের বড় তারকা তামিম ইকবাল চোটের কারণে দলে নেই। তাই চট্টগ্রামের আরেক ছেলে জয়ের ওপর চাপ বেশি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রাম বলতে আসলে আলাদা কিছু মনে হচ্ছে না। সিনিয়র ভাইরা সবাই আছেন। একসঙ্গে শেষ কয়েকটা সিরিজ খেলেছি। সবাই অনেক সাহায্য করেন আমাকে।’
টেস্ট দলে আরেক নতুন মুখ রেজাউর রহমান রাজা। সিলেটের পেসার রেজা গতবছর শুরু করেন ফার্স্ট ক্লাস ক্রিকেট। ১০ ম্যাচে এখন পর্যন্ত তার শিকার ৩৩ উইকেট। বিসিবির পাঠানো আরেক ভিডিও বার্তায় ২২ বছর বয়সী রাজা বলেন, ‘এলাকায় টেপ টেনিসে খেলার পর একটা ক্রিকেট বলের টুর্নামেন্ট হয়েছিল। আমি সেখানে খেলতে যাই। তখন বড় ভাইরা বোলিং দেখে বললেন, বোলিং ভালো হচ্ছে, চাইলে স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করতে পার। অনুশীলন শুরু করলাম। অনুশীলনে গিয়ে মনে হলো আমি পারবো। এভাবেই আমার ক্রিকেটে আসা।’
রাজা বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। টেস্ট খেলা আমি উপভোগ করি। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছি। চারদিনের খেলায় ডে বাই ডে কয়েকটা স্পেলে বোলিং করতে পারি। এক জায়গায় টানা বল করতে ও মুভমেন্ট করাতে পারি। দিনের শুরুতে যে গতিতে বোলিং করি, দিনের শেষে তার চেয়ে জোরে বল করতে পারি। এগুলোই আমার স্ট্রেংথ।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর