প্রথম পাতা

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

২০২১-১১-২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাঁচ শ্রমিককে মালিকপক্ষের মারধরের প্রতিবাদ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে আবারো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় আশপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ শুরুর পর একপর্যায়ে মিরপুর ১৪ নম্বরে একটি পোশাক কারখানা লক্ষ্য
করে ইটপাটকেল ছোড়েন আন্দোলনরত শ্রমিকেরা। এতে কারখানা ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। এরপর পোশাক শ্রমিকেরা ১৪ নম্বরের পথচারী পারাপার সেতুর নিচে অবস্থান নেন। সেখানে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মিরপুর ১৩ নম্বরেও রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি সামাল দিতে মিরপুর ১৩ ও ১৪ নম্বরে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ওদিকে, বুধবার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গতকাল মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিজুর রহমান জানান, বুধবার রাতেই ট্রাফিকের সার্জেন্ট আসিফ বাদী হয়ে মামলা করেন। তিনি বলেন, শ্রমিক মারা গেছে- এমন গুজব শ্রমিকদের মাঝে ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হয়। মিরপুর-১০ নম্বর মোড়ে পল্লবীর সহকারী কমিশনারের কার্যালয় ভাঙচুর করা হয়। আগুনে পুড়িয়ে দেয় দু’টি মোটরসাইকেল। কাফরুল থানায়ও হামলা করে তারা। হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও কাউকে গেপ্তার করা যায়নি বলে জানান ওসি মোস্তাজিজুর রহমান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status