বাংলারজমিন

নাটোরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি

২০২১-১১-২৭

নাটোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব। সকালে র‌্যাব সিপিসি-২ নাটোর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এই তথ্য জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তিনি জানান, গত বৃহস্পতিবার শাহিন আলম ও নাসিম নামের দুই অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে মনিরুলকে বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা দয়ারামপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক মনিরুল উপজেলার নন্দিকুজা এলাকার কফির উদ্দিনের ছেলে। ক্যাম্প কমান্ডার আরও জানান, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি হওয়ায় মনিরুল বিভিন্ন সময় সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শাহিন আলম এবং ঠাকুরগাঁও জেলার নাসিমের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশনাল দল রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে মনিরুলের বাড়ি থেকে ভুয়া নিয়োগপত্র, দুটি পেইনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ১৬টি চেকবই, ৭টি এটিএম কার্ড, ৩টি ভুয়া এনআইডি কার্ড, চাকরিদানের ৩টি চুক্তিনামা স্ট্যাম্প, ১২টি জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি অর্থ লেনদেনের রেজিস্টার, ২টি ভুয়া নিয়োগপত্র, প্রতারণালব্ধ নগদ ৫৮ হাজার ১৪০ টাকা ও  ৮০০ ভারতীয় রুপি জব্দ করে। এইচএসসি পাস অভিযুক্ত ইসলাম পেশায় একজন ওষুধ বিক্রেতা হলেও নিজেকে সেনাবাহিনীর সিএমএইচ ঢাকার করণিক হিসেবে পরিচয় দিতো। এভাবে সে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা নেয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status