বাংলারজমিন

ইউপি নির্বাচন

রাজৈরে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জনের মনোনয়নপত্র দাখিল

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

২০২১-১১-২৭

মাদারীপুরের রাজৈর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ সময় সংরক্ষিত মহিলা আসনে ৬২ জন ও সাধারণ মেম্বার প্রার্থী হিসেবে ১৭১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কমদবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯, সাধারণ মেম্বার প্রার্থী ২৮ জন। ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০, সাধারণ মেম্বার প্রার্থী হিসেবে ২৯ জন। হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯, সাধারণ মেম্বার প্রার্থী ২২ জন। বাজিতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২, সাধারণ মেম্বার প্রার্থী ৩৫ জন। পাইকপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২, সাধারণ মেম্বার প্রার্থী ৩২ জন ও কবিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০, সাধারণ মেম্বার প্রার্থী ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯শে নভেম্বর প্রার্থী যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ৬টি ইউনিয়নের মোট ৫৫টি কেন্দ্রের ২৪৮টি বুথে ভোটগ্রহণ চলবে।
 উপজেলার ৬টি ইউনিয়নে নারী ভোটার ৪২ হাজার ২৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩১০ জনসহ মোট ৮৭ হাজার ৩৩৮ জন ভোটার রয়েছেন। ইউনিয়ন পরিষদের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬শে ডিসেম্বর চতুর্থধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status