বাংলারজমিন
মৌলভীবাজারে জেলা পলিসি ফোরামের গণশুনানি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০২১-১১-২৭
জেলা পলিসি ফোরাম মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে গণশুনানি অনুষ্ঠিত হয়। পি ফর ডির জেলা সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ দে এবং আকলিমা বেগমের যৌথ সঞ্চলনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থী, সমাজকর্মী, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য, ইউপি সচিব, সংস্কৃতিকর্মী, সরকারি কর্মকর্তা, গণপরিবহন শ্রমিক, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।