বাংলারজমিন
জয়পুরহাটে ফ্রি চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
২০২১-১১-২৭
জয়পুরহাটে এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ক্ষেতলাল উপজেলার নওটিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ ব্র্যাক ব্যাংকের আয়োজনে এই চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, সংগঠনটির সভাপতি আজহার উদ্দিন আবিদ ও সহ-সভাপতি নাফিসা রাহাত ভাষা। এ সময় উপজেলার এক হাজার মানুষকে চিকিৎসা সেবা ও ৫ শতাধিক গরিব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই সময়ে শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এসব মানুষরা।