বাংলারজমিন

জয়পুরহাটে ফ্রি চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

২০২১-১১-২৭

জয়পুরহাটে এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ক্ষেতলাল উপজেলার নওটিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ ব্র্যাক ব্যাংকের আয়োজনে এই চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, উপজেলা  নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, সংগঠনটির সভাপতি আজহার উদ্দিন আবিদ ও সহ-সভাপতি নাফিসা রাহাত ভাষা।  এ সময় উপজেলার এক হাজার মানুষকে চিকিৎসা সেবা ও ৫ শতাধিক গরিব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই সময়ে শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এসব মানুষরা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status