× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

গরু বা শূকরের মাংস খেতে বাধা নেই কোহলিদের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, শনিবার

দুদিন আগে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, দেশটির জাতীয় ক্রিকেট দলের সদস্যদের জন্য বিশেষ ডায়েট নির্দিষ্ট করেছে ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, এই বিশেষ ডায়েটে গরু বা শূকরের মাংস খাওয়ার সুযোগ নেই ক্রিকেটারদের। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। বিসিসিআই ট্রেজারার অরুণ ধুমাল দেশটির সংবাদ সংস্থা আইএএনএসকে জানান এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি দলকে। ক্রিকেটাররা নিজেদের পছন্দমতো খেতে পারবেন।

সংবাদপত্রে খাবারের ওপর এ ধরনের বিধিনিষেধের খবর আসায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে ভারতজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিসিসিআইয়ের কঠিন সমালোচনা করেন। অনেকে আবার সিদ্ধান্তকে স্বাগত জানান।

অরুণ ধুমাল বলেন, ‘কী খাওয়া যাবে বা যাবে না, সে নিয়ে খেলোয়াড়দের কোনো নির্দেশনা দেয়া হয়নি। গুঞ্জনগুলো ভিত্তিহীন।
এ ধরনের ডায়েটের কোনো পরিকল্পনা আলোচনায় আসেনি এবং বাস্তবায়ন করার প্রশ্নই আসে না। বিসিসিআই কর্তা বলেন, ‘বোর্ড কখনও কাউকে বলে না কী খেতে হবে বা কোনটা খাওয়া যাবে না। তারা নিজেদের পছন্দমতো খেতে পারবেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর