বাংলারজমিন
জলঢাকায় ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে এমপি’র সাধারণ ডায়েরি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
২০২১-১১-২৮
নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল টি.আর-এর বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ২০-২৫ লাখ টাকা আত্মসাৎ করায় তার ব্যক্তিগত সহকারী অস্তাকুল ইসলাম আনাম (৩৬) এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে একটি জিডি করেছেন। গতকাল একটি পরিপত্রের মাধ্যমে এ তথ্য পাওয়া যায়। পরিপত্রে উল্লেখ রয়েছে ব্যক্তিগত সহকারী আনাম নীলফামারী-৩ আসনে বরাদ্দকৃত এমপি’র টি.আর কাবিখার প্রায় মোটা অঙ্কের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি তার বিরুদ্ধে রবিউল ইসলাম নামক এক ব্যক্তি জলঢাকা থানায় প্রতারণার মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। অপরদিকে একটি পরিপত্রে এমপি বরাবর ব্যক্তিগত সহকারী আনাম টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে এবং জমি বিক্রি করে হলেও টাকা পরিশোধ করবে এমন অঙ্গীকার করে।