× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জাভির ছোঁয়ায় বদলে যাওয়ার শুরু বার্সার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, রবিবার

দারুণ শুরুর পর মাঝে খেই হারানো যেনো ‘অভ্যাসে’ পরিণত বার্সেলোনার। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষেও একই পারফরমেন্স কাতালান ক্লাবটির। তবে নিজেদের সামলে ঘুরে দাঁড়িয়েছে তারা। ভিয়ারিয়ালকে হারিয়েছে ৩-১ গোলে। প্রতিপক্ষের মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে প্রথমে লিড নেয় বার্সেলোনা। স্যামুয়েলের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। মেম্ফিস ডিপাই আবারো এগিয়ে দেয়ার পর ম্যাচের যোগ করা সময়ে সফল স্পটকিক থেকে গোল করেন ফিলিপে কুতিনহো।

চলমান মৌসুমে পারফরমেন্সের ধারাবাহিকতা নেই বার্সেলোনার। টানা ব্যর্থতায় রোনাল্ড কোম্যানকে সরিয়ে জাভি হার্নান্দেজকে কোচের চেয়ারে বসিয়েছে কাতালানরা।
বার্সার এই কিংবদন্তি মিডফিল্ডার দায়িত্ব নিয়ে টানা দুই লীগ ম্যাচে জয় এনে দিয়েছেন। চলমান মৌসুমে প্রথমবার টানা দুই লীগ ম্যাচ জিতলো বার্সা। প্রতিপক্ষের মাঠে জয়ের স্বাদ ভুলতে বসেছিল কাতালানরা। কষ্টার্জিত জয়টি চলমান মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম।

লা লিগায় ১৪ ম্যাচে মাত্র ষষ্ঠ জয় পেলো বার্সেলোনা। ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদ ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে চারে (২৬ পয়েন্ট)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর