× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গোলের রেকর্ড লিভারপুলের, কোচ জেরার্ডের কীর্তি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, রবিবার

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ১৩ ম্যাচ খেলেছে লিভারপুল। ১২ ম্যাচের সবকটিতে অন্তত ২ গোল করে করেছে অলরেডরা। মাত্র এক ম্যাচে প্রতিপক্ষের জালে দিতে পেরেছে ১ গোল। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে রীতিমতো গোলোৎসব ইয়ুর্গেন ক্লপের দলের। আর্সেনালকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর সাউদাম্পটনের জালেও চারবার লক্ষ্যভেদ করেছেন লিভারপুল তারকারা। চলমান মৌসুমে প্রিমিয়ার লীগে সবচেয়ে বেশি গোল দিয়েছে লিভারপুল। ক্লপের শিষ্যরা প্রতিপক্ষের জালে দিয়েছে ৩৯ গোল!

লিভারপুলের বড় জয়ের দিনে ক্লাবটির কিংবদন্তি স্টিভেন জেরার্ড গড়েছেন নতুন কীর্তি। লিভারপুলে প্রায় পুরোটা ক্যারিয়ারজুড়ে খেলেছেন।
ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডারও তিনি। বুটজোড়া তুলে কোচিংয়ের শুরুটাও তিনি করেন লিভারপুলে। অলরেডদের যুব দলে কোচিং করানোর পর যোগ দেন স্কটিশ ক্লাব রেঞ্জার্সে। গত মৌসুমে রেঞ্জার্সকে লীগ শিরোপা জিতিয়েছেন জেরার্ড। চলতি মাসেই দায়িত্ব নিয়েছেন অ্যাস্টন ভিলার।

কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগে শুরুটা দারুণ করেছেন জেরার্ড। সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভিলা। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে জেরার্ডের দল। তাতে দারুণ কীর্তি গড়েছেন জেরার্ড। ভিলার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর টানা দুই লীগ ম্যাচ জেতা একমাত্র কোচ এই ইংলিশ কিংবদন্তি।

ঘরের মাঠ অ্যানফিল্ডে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। বল দখল ও আক্রমণে আধিপত্য করা লিভারপুল দ্বিতীয় মিনিটেই সাফল্য পায়। অ্যান্ড্রু রবার্টসনের কাট-ব্যাকে কাছ থেকে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা।
বিরতির আগে পাঁচ মিনিটের মধ্যে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় স্বাগতিকরা। ৩২তম মিনিটে মোহাম্মদ সালাহর পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান জোতা। এরপর ডিবক্সের বাইরে আলগা বল পেয়ে ভেতরে ঢুকে দারুণ শটে স্কোরলাইন ৩-০ করেন থিয়াগো আলকান্তারা। ৫২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। তাদের সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ১৩ ম্যাচে ওয়েস্ট হ্যামের সমান পয়েন্ট নিয়ে পাঁচে আছে আর্সেনাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর