× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চেয়ারম্যান পদের ব্যালট উধাও স্বতন্ত্র দুই প্রার্থীর ভোট বর্জন

বাংলারজমিন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, সোমবার

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গতকাল টাঙ্গাইলের ৩ উপজেলার ২৪টি ইউপি ও একটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। আকুয়া চামুরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটের ব্যালট পেপার না পাওয়ার  অভিযোগ এনে কালিহাতী উপজেলার সহদেবপুর  ইউনিয়নের স্বতন্ত্র দুই প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতীকের মো. আইয়ুব আলী ভোট বর্জনের ঘোষণা দেন। মাসুদুর রহমান বালা বলেন, বানিয়্যাফৈর ও চামুরিয়া কেন্দ্রে
জোরপূর্বক সিল মেরেছে নৌকার সমর্থকরা। আকুয়া চামুরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১১টার সময় দেখা যায় ব্যালট পেপার উধাও। পরে নির্বাচন অফিসারকে জানালে তিনি কোনো প্রকার ব্যবস্থা নেননি। আইয়ুব আলী জানান, নৌকা প্রতীকে জোর করে ভোট নিতাছে, বাধা দেয়ায় আমাদের কর্মীর ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা।
এই জন্য ভোট বর্জন করেছি আমি। ২৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬৮ এবং সংরক্ষিত সদস্য পদে ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ১ জন চেয়ারম্যান ও ৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর