বাংলারজমিন

বরিশালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আটক ৯

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

২০২১-১১-২৯

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় মুলাদী ও বাবুগঞ্জ থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। নির্বাচনী আচরণবিধি ভেঙে অযথা ঘোরাঘুরি করায় তাদেরকে আটক করা হয়, জানিয়েছে পুলিশ। আটক দুইজনের পরিচয় পাওয়া গেছে, তাদের একজন মো. রমজান বরিশালের বাকেরগঞ্জ ও মো. শুভ মুলাদী উপজেলার বাসিন্দা। তারা দু’জনেই রহমতপুর ইউনিয়নে বহিরাগত। আর বাকি ৭ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াক বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বহিরাগতরা অযথা ঘোরাঘুরি করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।’ তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪টি ইউনিয়নে গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। জেলার পুলিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন পদ নির্বাচনে বহিরাগত ৩ জন ও বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন নির্বাচনে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status