× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

নরসিংদীতে ২২ ইউপির ১৪টিতে নৌকা, ৮টিতে স্বতন্ত্র বিজয়ী

বাংলারজমিন

নরসিংদী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, সোমবার

তৃতীয় ধাপে নরসিংদী জেলার মোট ২২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নৌকার প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
রায়পুরা উপজলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকার প্রার্থী এবং ৭ টিতে স্বতন্ত্র বিদ্রাহী প্রার্থী বিজয়ী হয়।

নরসিংদী সদর উপজেলা :
সদর উপজেলায় নৌকা প্রতীক ৯ জন হলো- হাজীপুর ইউনিয়নে ইউসুফ খান পিন্টু (নৌকা), করিমপুর ইউনিয়নে মমিনুর রহমান আপেল (নৌকা), নজরপুর ইউনিয়নে সাইফুল ইসলাম স্বপন (নৌকা), মেহরপাড়া ইউনিয়নে আজহার অমিত প্রান্ত (নৌকা), শীলমান্দী ইউনিয়নে গিয়াস উদ্দিন আহমেদ (নৌকা), আমদিয়া ইউনিয়নে আবদুল্লা ইবন রহিজ মিঠু (নৌকা), কাঠালিয়া ইউনিয়নে এবাদুর রহমান এবাদুল্লাহ (নৌকা) এবং পাইকারচর ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম ও পাঁচদোনা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং চিনিশপুর ইউনিয়নে মেহদী হাসান তুহিন (মোটরসাইকল) প্রতীক নির্বাচিত হন।

রায়পুরা উপজেলায় নৌকা প্রতীকের ৫ বিজয়ী প্রার্থী হলেন- অলিপুরা ইউনিয়নে মাসুদ ভুঁইয়া (নোকা), আদিয়াবাদ ইউনিয়নে হাজী সেলিম (নৌকা), মুছাপুর ইউনিয়নে হাসান ভুইঁয়া (নৌকা), পলাশতলী ইউনিয়নে জাহাঙ্গীর ভুইঁয়া (নৌকা) ও উত্তরবাখরনগর ইউনিয়নে হাবিব উল্লাহ (নৌকা)।

বিজয়ী ৭ স্বতন্ত্র প্রার্থী হলেন- চান্দেরকাদি ইউনিয়নে মেজবাহ উদ্দিন খন্দকর মিতুল (আনারস), ডৌকারচর ইউনিয়নে মাসুদ ফরাজী (টেলিফান), মরজাল ইউনিয়নে আতাউর রহমান (আনারস), রায়পুরা ইউনিয়নে ফারুক হাসান (আনারস), মহেশপুর ইউনিয়নে ফরহাদ হাসান চাঁনমিয়া (চশমা), মির্জাপুর ইউনিয়নে মন্জুর এলাহী (চশমা) ও রাধানগর ইউনিয়নে খোরশেদ আলম তপন (চশমা)।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর