বাংলারজমিন

মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০২১-১২-০১

মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের কুসুমবাগ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ ও হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসানের যৌথ সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন ওয়াটস আপ গ্রুপের ক্রিয়েটার ও এডমিন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সুহেল, বেলাল তালুকদার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর, শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবির হোসেন, শহরতলি ব্রিজ আন্দোলনের উদ্যোক্তা বাবুল দেব, মইন উদ্দিন একাডেমির পক্ষে আজিজুর রহমান শিপলু, সবুজ বাংলা সভাপতি রেদোয়ান আহমদ, স্টে উইথ হিউমেনিটির মারুফ আহমেদ খান পাবেল, রোটারেক্টর আব্দুল মোত্তাকিন শিপলু, জাগ্রত তারুণ্য সামাজিক সংগঠনের সদস্য সচিব হায়দার আলী নয়ন, স্পন্দন মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম তপু, নাজিরাবাদ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম খান, মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির হোসাইন আহমদ, সুর্য তরুণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল হক, সাধারণ সম্পাদক মৌলুদ হোসেন, স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সুহান, সিরাজুল ইসলাম, ছাত্র কমিউনিটির সহ-সভাপতি মুনাহিদ আহমদ মুন্না, সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি, মৌলভীবাজার পৌর খেয়া ঘাটে একটি ব্রিজ চাই গ্রুপের সদস্য পারভেজ আহমদ, শাওন আহমদ, আদনান ইমন, শেখ সাকিব হোসেন, জুবায়ের আহমদ, নাইমুল ইসলাম মাহি প্রমুখ। স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের পদযাত্রা শেষে অবস্থানকালে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নেতৃত্বে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবো। স্বেচ্ছাসেবীরা বলেন, ২০১৭ সাল থেকে জেলার ২৫ লাখ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status