× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

'মিডিয়া ইসলামের খুব বেশি সমালোচনা করে' রিপোর্টটির ভিত্তি আছে: সানডে টাইমস সম্পাদক

অনলাইন

মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ডিসেম্বর ১, ২০২১, বুধবার, ১০:৫৪ পূর্বাহ্ন

সানডে টাইমস পত্রিকার সম্পাদক এমা টাকার বলেছেন, বৃটিশ সংবাদপত্রগুলো মুসলমানদের নিয়ে তাদের কাভারেজে ভুল করেছে। তিনি এমন সময় এই কথা বললেন, যখন বৃটেনের মুসলিম কাউন্সিলের একটি রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশিত হতে যাচ্ছে যে, 'বৃটিশ মিডিয়া ইসলামের খুব বেশি সমালোচনা করে থাকে'। এমা টাকার ওই রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেছেন, "রিপোর্টে গণমাধ্যমের সমালোচনা রয়েছে এটা যেমন তিনি জানেন, তেমনি তার নিজের পত্রিকাও যে সেক্ষেত্রে বাদ যায়নি সেটাও তিনি জানেন।"

তিনি বলেন: "ওই (রিপোর্টের) সমালোচনাগুলোর মধ্যে কিছু কিছু বৈধ। কিছুগুলোর ব্যাপারে আমি বিনীতভাবে একমত হব না। সব, যদিও, দরকারি। সেই বিস্তৃত পাঠকদের সেবায় এগিয়ে যেতে, আমরা ওটার প্রতিটি অংশের মতামত শুনতে চাই।"

টাকার জানান, তার সংবাদপত্রে আরও বৈচিত্র্যময় কর্মী নিয়োগ করতে হবে যাতে পত্রিকাটি ইসলাম নিয়ে তার কাভারেজ উন্নত করতে পারে এবং স্পষ্ট করে বলবে যে "কখনও কখনও আমরা বিষয়গুলোকে ভিন্নভাবে দেখবো।"

গত বছর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব লাভ করা টাকার বলেন, "এই ধরনের একটি প্রতিবেদনে অবশ্যই অতীতের উপর ফোকাস থাকবে। আমার কাজ ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা। আমি চাই আমাদের কাভারেজ ন্যায্য কিন্তু নির্ভীক হোক।
আমাদের কর্মীরা শক্তিশালী কিন্তু দায়িত্বশীল হোক।"

প্রভাবশালী বৃটিশ পত্রিকা গার্ডিয়ান জানায়- বৃটেনের মুসলিম কাউন্সিলের একটি প্রকল্প 'সেন্টার ফর মিডিয়া মনিটরিং' ওই প্রতিবেদনটি তৈরি করেছে। ২০১৮ সালের শেষ থেকে ২০১৯ সালের মধ্যে বৃটিশ ভিত্তিক সংবাদ প্রদানকারীদের দ্বারা প্রকাশিত ৪৮,০০০ টি অনলাইন নিবন্ধ বিশ্লেষণ করার পর এর গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেন যে, ৫৯% ক্ষেত্রেই নেতিবাচক আচরণ বা গুণাবলীর সাথে মুসলিম বা ইসলামকে যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, সাধারণভাবে, ডানপন্থী প্রকাশনাগুলো বামপন্থী প্রকাশনাগুলোর চেয়ে ইসলাম সম্পর্কে বেশি সমালোচনা করেছে। স্পেক্টেটর-এ মুসলমানদের সম্পর্কে সবচেয়ে বেশি নিবন্ধ (৩৭%) ছিল যাকে "বিরোধী" হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। দ্য নিউ স্টেটসম্যানের নিবন্ধ আনুপাতিকভাবে সবচেয়ে বেশি (১৬%) মুসলমানদের "সমর্থক" হিসেবে বিবেচিত হয়েছে।

মিডিয়া মনিটরিং সেন্টারটির প্রতিষ্ঠাতা মিকদাদ ভার্সি বৃটিশ মিডিয়া মুসলিমদের বর্ণনা করার জন্য যে ধরনের ভাষা ব্যবহার করেন তা পরিবর্তন করার জন্য বহু বছর ধরে চাপ দিয়ে আসছেন। তিনি নিয়মিত 'প্রেস রেগুলেটর ইপসো' ব্যবহার করে ইসলাম সম্পর্কে করা রিপোর্ট  সংশোধনের জন্য চাপ দিয়ে থাকেন। সম্প্রতি তিনি লেখক এড হোসেনের বিরুদ্ধে উচ্চ আদালতে মানহানির মামলা করেছেন।

সপ্তাহের শুরুতে, স্পেক্টেটর কলামিস্ট চার্লস মুর রিপোর্ট প্রচারের জন্য ভার্সির সাথে কথা বলতে রাজি হওয়ার জন্য টাকারের সমালোচনা করেন। মুর দাবি করেন, ভার্সি "মুসলিম সম্পর্কিত বিষয়গুলোর প্রতি বিশেষ আচরণের জন্য তদবির" করেন এবং ইসলাম সম্পর্কে যা লেখা যেতে পারে তা নিয়ন্ত্রণ করে "মুক্ত গণমাধ্যমকে অসম্ভব করে তোলার" চেষ্টা করছেন।

রিপোর্টের লেখকরা বলেছেন যে, তারা মুসলমানদের কোন সমালোচনা করা হবে না, এমন কাভারেজ চান না। তবে তারা বৃটিশ মিডিয়ায় প্রতিবেদনের মান উন্নত করতে চান। গবেষণার ফলাফল সম্পর্কে মন্তব্যের জন্য স্পেক্টেটরের সাথে যোগাযোগ করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
sultan
১ ডিসেম্বর ২০২১, বুধবার, ৪:৫১

বাংলাদেশের নামধারী মুসলমানদের নিজেদের চেহারা দেখা উচিত যেখানে ইসলাম সম্পর্কে অমুসলিমদের ধারণা এত সুন্দর! কিন্তু নামধারী মুসলিমরা ইসলামের বিরুদ্ধাচারণে খুবই আগ্রাসী !!! কবে তারা লজ্জা পাবে?

নুর মোহাম্মদ
৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১১:১৬

ইসলাম এবং মুসলিম নাম দুটি ব্যবহার করে মুসলিমদেরকে একঘরে একপেশে করে দেখা হচ্ছে।অথচ ইসলাম ও মুসলিম কোন সম্প্রদায় নয় বরং ইসলামের রীয়্যাল আইডলজিক্যাল রুলস এন্ড ক্যারেক্টার অনুযায়ী এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টার রিলিজিওনাল কোঅপারেটিভ অরগানাইজেশনের নাম যাহা কোন আন্তধর্মীয় বিরোধ না করে সকল ধর্ম ও ধর্মাবলম্বীগণের সমন্বিত সহাবস্থান নিশ্চিতকরনে স্রষ্টার অর্পিত দায়িত্ব পালন করে।( মদীনা সনদ)

Md. Harun al-Rashid
১ ডিসেম্বর ২০২১, বুধবার, ১১:৩৩

ইসলাম নিয়ে এ হেন অতিরঞ্জন এ কারনে যে ইসলামের নেতৃস্থানিয়গন সঠিক পথে থেকেও নিস্ক্রিয় আছেন আর ঐ বিপক্ষের রিপোর্টকারিগন ভুল পথে থেকেও সদা সক্রিয় আছেন।

অন্যান্য খবর