× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার , ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

রামপুরায় বাসচাপায় ছাত্র নিহত / ঘটনার বিশ্লেষণে কিছু প্রশ্ন উঠে এসেছে: তথ্যমন্ত্রী

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ১, ২০২১, বুধবার, ৩:৫২ অপরাহ্ন

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গত সোমবার রাতে রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একজন ছাত্র দুঃখজনকভাবে নিহত হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু এই ঘটনার বিশ্লেষণে কিছু প্রশ্ন উঠে এসেছে। ঘটনার ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে কীভাবে সেখান থেকে একটি ফেসবুক পেজে লাইভে প্রচার ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটল।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে রাত ১০টা ৪৫ মিনিটে। তার ১২ মিনিট পর নিরাপদ সড়ক চাই তাদের ফেসবুক পেজে সেখান থেকে লাইভ করে। রাত ১১টায় জামায়াতে ইসলামী পরিচালিত ‘টেলিগ্রাম’ চ্যানেলে খবরটি প্রচারিত হয়। পরে সেখান থেকে সব সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।
এখন প্রশ্ন হচ্ছে, ১২ মিনিটে নিরাপদ সড়ক চাইয়ের অ্যাডমিন কীভাবে সেখানে পৌঁছালেন? বাঁশের কেল্লা কীভাবে ১৫ মিনিটের মধ্যে খবর পেল? ঘটনার ১৫ মিনিটের মধ্যে কীভাবে ১০ থেকে ১২টি গাড়িতে আগুন দেয়া হলো? ছাত্ররা তো আগুন দেয়নি। কারণ, ঘটনার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এত ছাত্র সেখানে পৌঁছায়নি।

তিনি আরো বলেন, যারা ফেসবুক পেজে লাইভ দিয়েছে, তারা ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল কি না? এসব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, একটি মহল ছাত্রদের আন্দোলনে ভর করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত পরশু রাতের ঘটনা থেকে তা স্পষ্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
rifat siddique
১ ডিসেম্বর ২০২১, বুধবার, ১০:০৮

ওরে কত কথা বলেরে ...

জামশেদ পাটোয়ারী
১ ডিসেম্বর ২০২১, বুধবার, ৬:৫৭

লাইভ করতে কত সময় দরকার হয় তথ্যমন্ত্রীর তা জানা নেই। লাইভ করার জন্য ১২ অনেক বেশী সময়। তথ্যমন্ত্রী নয় অন্য কেউ এই বিষয়ে প্রশ্ন তুললে এটা যৌক্তিক ছিল।

অন্যান্য খবর