× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সীতাকুণ্ডে সোহেল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাংলারজমিন

সীতাকুণ্ডু (চট্টগ্রাম) প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

সীতাকুণ্ডে বহুল আলোচিত সোহেল হত্যা মামলার আসামি ও ‘ডাকাত’ সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪নং মুরাদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার ছেলে সোহেল হত্যা মামলা ২নং আসামি সুমন। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামগড় উপজেলার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আসামি আবদুল মোমিন সুমন মুরাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দোয়াজি পাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
উল্লেখ্য, গত ১৯শে মে সীতাকুণ্ডু উপজেলা গেটের সামনে থেকে কোরবান আলী সোহেল বাড়িতে যাওয়ার পথে ১০-১২ জনের সন্ত্রাসী গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহত কোরবান আলীর পিতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার সওদারগর বাদী হয়ে ১০ জনকে আসামি করে  সীতাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি জাফরকে র‌্যাব ইতিপূর্বে আটক করার পর ১৬৪ ধারায় জবানবন্দিতে ২নং আসামি আব্দুল মোমিন সুমন সরাসরি হত্যা করার বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সুমন পুলিশ কনস্টেবল মর্জিনা আক্তার মুক্তাকে বিয়ে করেন।
বিয়ের পর থেকে স্ত্রীর আশ্রয়ে পুলিশের দাপট দেখিয়ে মাদক ব্যবসা ও ডাকাতি করে আসছিল। সীতাকুণ্ডু থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে মানবজমিনকে বলেন, সুমনের বিরুদ্ধে হত্যা ও একাধিক ডাকাতি মামলা থানায় রয়েছে। গতকাল তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর