অনলাইন
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
২০২১-১২-০২
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকালে রাজশাহীর নগরী ও গোদাগাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের সাজু মিয়া (৪০) ও তার ছেলে আর ছেলে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল আলিফ (১২) এবং তানোর উপজেলার বিল্লী গ্রামের মোকছেদ আলীর ছেলে নাজমুল হক।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে সাজু মিয়া ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বিআরটিসি’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
সাজু দীপশিখা এনজিও’র গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের নগরীর শালবাগান বিমান চত্বরের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নাজমুল নিহত হন। নওগাঁগামী একটি বাস বিপরীত দিক থেকে এসে নাজমুলের মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাজমুল গ্রাম্য চিকিৎসক ছিলেন। বিল্লি বাজারে তিনি একটি ফার্মেসি চালাতেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে সাজু মিয়া ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বিআরটিসি’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
সাজু দীপশিখা এনজিও’র গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের নগরীর শালবাগান বিমান চত্বরের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নাজমুল নিহত হন। নওগাঁগামী একটি বাস বিপরীত দিক থেকে এসে নাজমুলের মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাজমুল গ্রাম্য চিকিৎসক ছিলেন। বিল্লি বাজারে তিনি একটি ফার্মেসি চালাতেন।