দেশ বিদেশ

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

২০২১-১২-০৩

 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বিকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর ফজলুল হক এভিনিউস্থ নগর ভবনের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। পার্বত্য শান্তি চুক্তির ২ যুগ উদ্যাপন উপলক্ষে বরিশাল সেজেছিল নানা রূপে। কোথাও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের প্রতিকৃতি, কোথাও পদ্মা সেতু, কোথাও নৌকার তোরণ। সবমিলিয়ে বরিশাল ছিল উৎসবমুখর এক নগরী। বেলা ১১টা থেকেই নগরীতে নেতাকর্মীদের ঢল নামে। ১২টার মধ্যে নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রব্বানি চিনু, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status