দেশ বিদেশ

সোনাগাজীতে মসজিদের ইমামের ফসলী জমি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

২০২১-১২-০৩

সোনাগাজী উপজেলা আমিরাবাদ ইউনিয়ন সফরপুর গ্রামের সাবেক শিক্ষক ও ছুফি জাফর আহমদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হকের মালিকীয় ও দখলীয় ফসলের ক্ষেত হার্বিসেক জাতীয় উদ্ভিদ নাশক দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা যায়, তুলাতলী বাজার সংলগ্ন জমিতে রবিশস্য টমেটো, বেগুন, লালশাক, মুলাশাক, ধনিয়া ইত্যাদি রোপণ ও বপন করেছিলেন তিনি। গত বুধবার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার রবিশস্যের জমিতে হার্বিসেক জাতীয় উদ্ভিদ নাশক ছিটিয়ে জ্বালিয়ে দিয়েছে, এতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ইমাম মাওলানা এনামুল হক জানান, এর আগেও তার জমিতে একইরকম কা- করেছিলেন দুর্বৃত্তরা। একই বাড়ির নুরুল করিম সবুজ গংদের সঙ্গে জায়গা-জমিসহ বিভিন্ন বিষয়ে পারিবারিক বিরোধ আছে। তবে ক্ষেতের শস্য জ্বালিয়েছে তা তিনি দেখেননি। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status