× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মিশু-সামিরার ‘একদিন চাকুরী হবে’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার

মিশু সাব্বির ও সামিরা খান মাহি জুটি বেঁধে অভিনয় করলেন একক নাটক ‘একদিন চাকুরী হবে’- নাটকে। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। ঢাকার বোটানিক্যাল গার্ডেন ও মিরপুরের আশপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। জানা গেছে, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আজ শুক্রবার (৩রা ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় এ নাটকটি প্রচার হবে। এছাড়া সম্প্রচারের পর নাটকটি দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলেও। মিজানুর রহমান প্রযোজিত নাটকের গল্প এমন চা-বিক্রেতা তুহিন অনার্স শেষ করা যুবক। চাকরি না হওয়ার জন্য এ পেশায় আসা। চা বিক্রির পাশাপাশি চাকরির চেষ্টা করছে সে।
তুহিনের মেসের পাশেই এক বস্তি। সেখানকারই এক মেয়ে কলি। কলির সঙ্গে তুহিনের একপ্রকার ভাব আছে। তবে কলিকে বুঝতে দেয় না। সব সময় ধমকে রাখে। কলি চেষ্টা করে, তুহিন যেন তাকে কিছু একটা বলে। কলির সঙ্গে তুহিনের নানারকম কথা হয়। তুহিন পড়াশোনার কথা বলে। কলি অবাক হয়। জিজ্ঞেস করে, চাকরি করেন না কেন? এভাবেই এগিয়ে যায় গল্প। নাটকে তুহিনের চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির এবং কলির চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর