বিনোদন
বাসায় ফিরলেন মাহবুবা রহমান
স্টাফ রিপোর্টার
২০২১-১২-০৪
স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের সংগীতশিল্পী মাহবুবা রহমান। পঞ্চাশ থেকে সত্তর দশকের এ সংগীতশিল্পীকে গত বৃহস্পতিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে বলে জানান তার মেয়ে রোমানা ইসলাম। রোমানা জানান, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ১৮ই নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ৮৬ বছর বয়সী এ সংগীতশিল্পী স্মৃতিশক্তি লোপ পাওয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।