বাংলারজমিন

দেবিদ্বার ডাক বিভাগের অফিসে নিরাপত্তা কর্মীর লাশ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

২০২১-১২-০৫

কুমিল্লার দেবিদ্বারে ডাক অফিস থেকে মোসলেহ উদ্দিন মুসলু মোল্লা (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় দেবিদ্বার ডাক বিভাগের অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত দুই বছর ধরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ডাক বিভাগের অফিসে নৈশপ্রহরীর কাজ করছিলেন। মোসলেহ উদ্দিন মুসলু মোল্লা দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মৃত করম আলী মোল্লার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম জানান, প্রতিদিন সকালে ডিউটি শেষে সকাল ৫-৬টার দিকে বাড়ি চলে যায়। শনিবার সকাল সাড়ে ৯টা বাজলেও বাড়ি না ফেরায় আমি নিজে ডাক অফিসের কক্ষে এসে দেখি দরজা খোলা, ভেতরে গিয়ে দেখি বিছানায় উপুর হয়ে আমার স্বামী পড়ে আছে। আমি অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ না পেয়ে কয়েকজন লোককে খবর দেই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। যেহেতু দরজা খোলা ছিল কেউ আমার স্বামীকে মেরে ফেলতে পারে। মোল্লাবাড়ির বাসিন্দা মো. ইকবাল হোসেন রুবেল জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ডাক বিভাগের অফিসের নৈশপ্রহরীর কাজ করতেন। দিনের বেলায় চেয়ারম্যান বাড়ির সংলগ্ন রোডের মাথায় ধোপার কাজ করতেন। শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন তার কক্ষে প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়। দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মারুফ রহমান বলেন, ‘আমরা ধারণা করছি, তিনি ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার এসে লাশ শনাক্ত করেছে। তবুও যেহেতু সরকারি একটি প্রতিষ্ঠানে মারা গেছেন আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status