বাংলারজমিন

কক্সবাজারে পর্যটকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২০২১-১২-০৫

পর্যটন নগরী কক্সবাজারের আবাসিক হোটেল আলম গেস্ট হাউস থেকে সঞ্জয় কুমার সরকার (২৮) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে দাবি করছেন নিহতের সঙ্গী পূজা (১৮)। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ। নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে শহরের আবাসিক আলম গেস্ট হাউস হোটেলে এক যুবক গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার সঙ্গে থাকা সঙ্গী পূজা (১৮)কে জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশ হেফাজতে আনা হয়। তবে নিহত সঞ্জয় নিজের শিশুকন্যা ও স্ত্রীকে ফেলে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে বলে তার পরিবার সূত্রে খবর পায়। নিহত সঞ্জয় এবং পূজা দুজনই স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫ নং কক্ষ ভাড়া নেন ১লা ডিসেম্বর। হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বাসিন্দা বলে জানান হোটেল ম্যানেজার ফাহিম।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status