অনলাইন
ফতুল্লায় সিলিন্ডারের আগুনে দগ্ধ ৪
অনলাইন ডেস্ক
২০২১-১২-০৫
নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে একটি ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টায় কায়েমপুর বিলাস নগর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ৬তলা ভবনের ৫তলার ভাড়াটিয়া। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই গার্মেন্টের জুট গোডাউনের শ্রমিক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিলাসনগর এলাকায় বুলবুলের ৬তলা বাড়ির ৫তলার একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ঝুট গোডাউনের চার শ্রমিক। রাতে কাজ শেষে তারা বাসায় ফিরে রান্নার জন্য চুলায় ম্যাচের কাঠি ধরানোর চেষ্টা করতেই আগুন লেগে যায়। এতে ঘরে থাকা ৪ জনই দগ্ধ হন।
আরেফিন আরও জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ৬তলা ভবনের ৫তলার ভাড়াটিয়া। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই গার্মেন্টের জুট গোডাউনের শ্রমিক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিলাসনগর এলাকায় বুলবুলের ৬তলা বাড়ির ৫তলার একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ঝুট গোডাউনের চার শ্রমিক। রাতে কাজ শেষে তারা বাসায় ফিরে রান্নার জন্য চুলায় ম্যাচের কাঠি ধরানোর চেষ্টা করতেই আগুন লেগে যায়। এতে ঘরে থাকা ৪ জনই দগ্ধ হন।
আরেফিন আরও জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।