× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা- / আইনি সুযোগ খুঁজছে সরকার: আইনমন্ত্রী

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ৫, ২০২১, রবিবার, ৭:০৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকার আইনি সুযোগ খুঁজছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের ২৫তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক থেকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বিবেচনা করছেন। এর আগে, খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার জন্য দুটি আবেদন খারিজ করা হয়েছে। এখন আমরা এ বিষয়ে আর কোনো সুযোগ আছে কি না তা খতিয়ে দেখছি। সব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া উচিত, যাতে আইন লঙ্ঘন না হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটি সুদক্ষ ও বিশ্বমানের বিচার বিভাগ গড়ে তুলতে চায়। এরই অংশ হিসেবে বিচার বিভাগের জন্য অত্যাধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বিচারকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মাত্র সাড়ে তিন বছরে অস্ট্রেলিয়া, ভারত, চীন ও জাপানে ৮৫৫ জন বিচারককে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
করোনার প্রার্দুভাব না হলে এ সংখ্যা এতদিনে হয়তো ১৫০০ ছাড়িয়ে যেত। দেশিও প্রশিক্ষণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে আমরা ডিজিটাইজেশনের সুফল ভোগ করছি। কিন্তু এর কুফলও আছে। সেটা হচ্ছে সাইবার অপরাধ। এটিকে মোকাবিলা করতে হবে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। তিনি বলেন, এই আইনে যেসব অপরাধ আনা হয়েছে, তা পেনাল কোডেও আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা কী ছিল। উত্তর হচ্ছে পেনাল কোডে যেটা আছে, সেটা ডিজিটাল মাধ্যমে করলে আইনের দিক থেকে তা অপরাধ নয়। সেজন্যই ডিজিটাল অপরাধ প্রতিরোধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। আনিসুল হক বলেন, বাংলাদেশের সংবিধানের পাতায় পাতায় গণতন্ত্রকে জোরদার করার কথা বলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতা বা সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা বন্ধ করার জন্য করা হয়নি।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া বক্তৃতা করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
wow
৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ১০:৩৯

amon din apnader o ashbe. because it is eco of life.

Nasir Tarafder
৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ৬:২২

The second greatest HYPOCRITE the world has seen so far after his leader.

নাম প্রকাশে অনিচ্ছুক
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ১০:১০

একজন প্রধান বিচারপতিকে মাথায় পিস্তল ঠেকিয়ে দেশত্যাগে বাধ্য না করা গেলে বিশ্বমানের বিচার ব্যবস্থা গড় ওঠবে কি করে?

হামিম
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ১০:০৪

এসবি সময় ক্ষেপনের অজুহাত। ধিক্কার জানাই সরকার কে এতোটা অমানবিক হওয়ার জন‍্য। এমনিতে রাতের ভোটে ক্ষমতায় আছেন তার উপর সাধারণ মানুষের অবস্থা নাজুক এদিকে অমানবিক কাজ করে যাচ্ছেন লজ্জা শরম বিবেক নেই আপনাদের ?

No name
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৯:৩৬

Time pass, Its harmful politics?

Mahmud
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৯:২২

আপনি নাকি বাঘা আইনজীবী ! আইনি সুযোগ খুলতে এতো সময় লাগে ?

Islam
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৯:০২

আইন মনত্রীর আইন।দেশের মানুষ বোকা তাই ক্ষমতা দখল করে আছে

monir hossain
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৮:৫৩

আইন কি ইদুরের গড়তে নাকি যে খুঁজে পাওয়া যাচ্ছে না। মশকরা করার একটা লিমিট থাকা দরকার

আশিকুল ইসলাম
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৮:৩৪

সুযোগটা মনে হয় মাটির উপরে খুঁজে পাওয়া যাবে না, আরেকটু অপেক্ষা করলে মাটির নিচে পাওয়া যাবে।

Syed amkol ali
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৭:৩৬

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সরকারদলীয় আসামীদেরকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিতে পারেন, অথচ ১৮ কোটি মানুষের শ্রদ্ধাভাজন দুইবারের প্রধান মন্ত্রীর মতো ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হলে সরকারকে আইন খুজতে হয়। হায়রে আইনের শাসন হায়রে গনতন্ত্র।

নাম অপ্রকাশিত
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৬:৩৬

সময়ক্ষেপণের কৌশল নয় কি?

জামশেদ পাটোয়ারী
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৭:৩৬

এটা সুযোগ খোজা নয়, এটা সময় ক্ষেপন করা এবং খালেদা জিয়ার মৃত্যু নিশ্চিত করা।

মোরশেদ
৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৬:৩১

কোথায় খুঁজছেন মহাকাশে? এমন সময় অনুমতি দিবেন যখন উনি এর বাঁচবেন না।

অন্যান্য খবর