বাংলারজমিন

সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির অভিষেক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-১২-০৬

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নগরীর দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট মিরর-এর প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী। এডহক কমিটির সভাপতি আকিব্বুজ্জামান আকরামের সভাপতিত্বে ও সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, উদয়ন নিউজ এজেন্সির স্বত্বাধিকারী ও পৌর বিপণি মার্কেট কমিটির সভাপতি কমরেড সিকন্দর আলী, সিলেট মিরর-এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আমাদের অর্থনীতি সিলেটের প্রতিনিধি জহিরুল ইসলাম মিশু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব শাহজাহান আহমদ খোকন, সদস্য সুকেশ সরকার, নির্বাচন কমিশনার মো. বাবলু মিয়া, নিউজ এজেন্সি আলমগীর এন্টারপ্রাইজের আলমগীর হোসেন, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আবুল হাসেম হাসু, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সদস্য- মামুনুর রশীদ মামুন, মো. সেলিম খান, মনির হোসেন, হারুনুর রশীদ হারুন, আবু ছালেহ, মো. সুলেমান প্রমুখ। সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে মো. মফিজুর রহমান দেওয়ান, সৈয়দ দারা মিয়া, আব্দুর রহিম, নুরুল ইসলাম, মোমিনুল ইসলাম মোমিন, ইসলাম উদ্দিন, তৌফিক রাব্বীসহ নবনির্বাচিত কমিটির সদস্য ও এডহক কমিটির সদস্যদের সিলেটের চাকরির খবরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন মো. মাসুদ আহমদ। মহান বিজয়ের মাস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status