বাংলারজমিন

মৌলভীবাজারে ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০২১-১২-০৬

 ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে মৌলভীবাজারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও মানববন্ধন হয়েছে। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান বাজার দর বিশ্লেষণর্পূবক সংশ্লিষ্ট কাজের দরপত্রের দর সমন্বয় কর প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় প্রতিবাদে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করা হয়। গতকাল সকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ঠিকাদার নাজিম উদ্দিন নজরুলের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ঠিকাদার মো. আকবর আলী। বক্তব্য রাখেন ঠিকাদার আলহাজ এম এ মুকিত ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, খায়রুজ্জাম্মান শ্যামল, খসরু জামান, জসিম উদ্দিন, মনসুরুজজামান, শাহিনুর রহমান শাহীন, খন্দকার কামাল প্রমুখ। এ সময় ঠিকাদার আতাউর রহমান,ঠিকাদার,তাজুল ইসলাম, রাসেল আহমদ, মুকিদুর রহমান, মুবিন রাজাসহ জেলা সদর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলার ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status