বাংলারজমিন

পাকুন্দিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০২১-১২-০৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মতবিনিময় সভা করেছেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার সন্ধ্যায় মুনিয়ারী বাজার ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুনিয়ারীকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজর আলীর সভাপতিত্বে সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন, চরকাওনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক আবুল কালাম, মুনিয়ারীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাঞ্চন মিয়া, মুনিয়ারীকান্দা বাজার বণিক সমিতির সভাপতি মো. খসরু মিয়া, পল্লী চিকিৎসক মো. মেনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোতালিব মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, সারা উপজেলায় উন্নয়ন হলেও চর এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। নির্বাচনের আগে সবাই উন্নয়নের কথা বলে ভোট নেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। চর এলাকার রাস্তাঘাট এখনো সেই আগের অবস্থাতেই রয়ে গেছে। কাঁচা মাটির পথ পেরিয়ে চলাফেরা করতে হয়। যোগাযোগ ব্যবস্থার কারণে চর এলাকা অনেক পিছিয়ে রয়েছে। অথচ চর এলাকায় ভোটারের সংখ্যা অনেক বেশি। তাই এবার চর এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়ন চাইলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বক্তারা তাদের বক্তব্যে এভাবেই নিজেদের অবহেলিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন নির্বাচিত হলে চর এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন। সভায় শীত উপেক্ষা করে হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status