× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জগন্নাথপুরে বন্দুকযুদ্ধের ঘটনায় দু’পক্ষের মামলা, আসামি ২০০

বাংলারজমিন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে গত বুধবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। গত রোববার জগন্নাথপুর থানায় নিজামুল করিমের পক্ষের দিলশাদ মিয়া বাদী হয়ে উস্তার গণিকে প্রধান আসামি করে ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যদিকে, গত শুক্রবার উস্তার গণির পক্ষের নুর উদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামকে প্রধান আসামি করে ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে নিজামুল করিম ও উস্তার গণির পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ২৫ জন গুলিবদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। এরমধ্যে ২৩ জনকে সিলেট ওসমানীতে ও অপর অহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর