× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে ১৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নগর ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে ওয়ার্ডবাসী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে স্মারকলিপি পেশ করেন। ১৬নং ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বি এম.এ মতিনের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক ফয়জুল হাসানের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুল কাহির, যাদুশিল্পী বেলাল উদ্দিন, তাঁতীপাড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাখাওয়াত হোসেন শাহী, বাবর আহমদ বাবর, বিহঙ্গ তরুণ সংঘের সভাপতি ক্রীড়াবিদ লিয়াকত হোসেন, জাকারিয়া আহমদ হারুন, সওদাগরটুলা সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আলী হোসেন হাসনু, মানবাধিকার নেতা শাহীন আহমদ, হারুন মিয়া, লেখক গোলাম সরওয়ার, অনলাইন সাংবাদিক বিপ্লব পাল, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হামিদ টিটু, মিন্টু আহমদ, শিল্পু মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ধিত পানির বিল অস্বাভাবিক বৃদ্ধি ও বিতরণের ফলে নগরবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সচেতন নগরবাসী মনে করেন- নগরবাসীর সঙ্গে পরামর্শ না করে এই পানির বিল বড়ানোর সিদ্ধান্তে খুবই বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতে মহামারি করোন ও দীর্ঘ লকডাউন, অন্যদিকে নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নগরীবাসীর জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। বক্তারা পানির বর্ধিত বিল প্রত্যাহারের জোর দাবি জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর