× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে পলাতক মাদক কারবারি কক্সবাজারে গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

আদালতে নেয়ার পথে চট্টগ্রাম পুলিশের হেফাজত থেকে পালিয়ে আসা এক মাদক কারবারিকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও টেকনাফ থানার যৌথ টিম তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, পালিয়ে যাওয়া আসামির বাড়ি টেকনাফে। তাই পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং চট্টগ্রাম কোতোয়ালি থানার কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কদমতলী মোড়ের উত্তর পাশে ফরিদের চায়ের দোকান থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে গত রোববার আটক করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা। এ ঘটনায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ্দ টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আসামি আবুল কালামসহ একাধিকজনকে আদালতে আনা হয়।
আদালতে আসামির নাম ঠিকানা মেলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেয়ার পথে কোনো এক সময় আবুল কালাম পালিয়ে গেছে। এ ঘটনার পর পুলিশের দুই কনস্টেবল শাহাদাত, নজরুল ও দায়িত্বরত উপ-পরিদর্শককে বরখাস্ত করে।
এ ঘটনায় এডিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তব্যে অবহেলার দায়ে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর