× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

তাবলীগে যাওয়ার কথা বলে ওসমানীনগরে ৪ যুবক নিখোঁজ

বাংলারজমিন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

তাবলীগের যাওয়ার কথা বলে সিলেটের ওসমানীনগরে গত ২১ দিন ধরে একই গ্রামের ৪ যুবক নিখোঁজ রয়েছেন। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোন। এদিকে, তারা সিলেটের দুইটি  মারকাজ থেকে তাবলীগ জামাতেও যাননি বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র। নিখোঁজ যুবকরা হচ্ছেন উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪), শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)। নিখোঁজের ঘটনায় শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থানায় জিডি করেছেন।
জানা যায়, গত ১৫ই নভেম্বর তাবলীগ জামাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন উক্ত ৪ যুবক। কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে নিখোঁজদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারা কাদের সঙ্গে তাবলীগ জামাতে গেছেন সে ব্যাপারে তথ্য নেই পরিবারের কাছে।

নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন বলেন, তাবলীগ জামাতে যাওয়ার কথা বলে তারা ৪ জন একসঙ্গে বাড়ি থেকে বের হয়। আর বাড়িতে ফেরেনি বা যোগাযোগও করেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম আমাদের সঙ্গে কথা বলে তথ্য নিয়েছে। কিন্তু তাদের সন্ধান ২০ দিনেও পাওয়া যাচ্ছে না।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তাদের সন্ধানে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থাও কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর