× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব / ডুমুরিয়ায় ৫৫শ’ হেক্টর জমির ধান মাঠে, দুশ্চিন্তায় কৃষকরা

বাংলারজমিন

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া (খুলনা) থেকে
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

 ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপে খুলনার ডুমুরিয়ায় তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। তিনদিনের বিরতিহীন বৃষ্টি সহ হালকা বাতাসে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান আমন মৌসুমে উপজেলায় মোট ১৫ হাজার ৬শ’ ২৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৭৮ হাজার ১২৫ মে. টন। ধান কাটা শুরু হলেও চলমান বৃষ্টির কারণে ৫৫শ’ হেক্টর জমির ধান এখনও মাঠে রয়েছে। গতকাল সরজমিন কয়েকটি বিলে গিয়ে দেখা যায়, অনেকের ক্ষেতের ধান কাটা অবস্থাতে জমিতে রয়েছে। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকরা জানান- বৃষ্টি থেমে গেলে পানি সরিয়ে তারপর ধান মাঠ থেকে নিয়ে আসতে পারবেন তারা।
আরও জানা গেছে, বোরো মৌসুমের জন্য ১শ’ ৩০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। তন্মধ্যে ৫ হেক্টর জমির বীজতলা বেশি ক্ষতি হয়েছে। ১শ’ ৩০ হেক্টর জমির সরিষার মধ্যে ৬ হেক্টর ও ২৫শ’ হেক্টর জমির সবজির মধ্যে ১০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয় নিয়ে কথা বললে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, দ্রুত বৃষ্টির পানি সরে গেলে ধানের খুব বেশি ক্ষতি হবে না। উপ-সহকারী কৃষি অফিসারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আগামীতে কৃষি প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। সেই ভাবেই উপ-সহকারী কৃষি অফিসারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর