× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা টেস্ট /দিনশেষে বাংলাদেশ ৭৬/৭

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

যা অবস্থা, তার চেয়ে বৃষ্টিই ভালো ছিল বাংলাদেশের জন্য। সর্বশেষ ম্যাচে কমপক্ষে পড়তে হতো না হারের শঙ্কায়। পাকিস্তান ৩০০ রানে ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ৭৬/৭। একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন অফস্পিনার সাজিদ খান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ। দলীয় ১ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই অভিষিক্ত টাইগার ব্যাটার।
এরপর ৪.৬ ওভারে সাজিদ খানের উইকেটে পরিণত হন সাদমান ইসলাম। ফেরার আগে ২৮ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার ব্যাটার।
ব্যর্থ হয়েছেন মুমিনুল হকও। ফেরার আগে ১ বলে ১ করেন টাইগার অধিনায়ক।
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২ রান। দলীয় ৩১ রানে উইকেট বিলিয়ে দেন মুশফিক। ফেরার আগে মিস্টার ডিপেন্ডেবলের সংগ্রহ ৮ বলে ৫ রান।

এরপর দলীয় ৪৬ রানে লিটন দাস (৬), দলীয় ৬৫ রানে নাজমুল শান্ত (৩০) এবং দলীয় ৭১ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন মেহেদি হাসান মিরাজ (০)। সাকিব আল হাসান ২৩ ও তাইজুল ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফলোঅন এড়াতে এখনও বাংলাদেশের প্রয়োজন ২৫ রান। 

৩০০ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের
বৃষ্টির কারণে শঙ্কা জেগেছিল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট নিয়ে। অবশেষে চতুর্থ দিনে মাঠে গড়িয়েছে ম্যাচ। নিজেদের  ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করলো পাকিস্তান।
চতুর্থ দিনের প্রথম সেশনে আজহার আলী (৫৬) ও বাবর আজম (৭৬) আউট হওয়ার পর দ্বিতীয় সেশনে দাপট দেখায় পাকিস্তানি ব্যাটাররা। মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলম মিলে গড়েন ১০৩ রানের পার্টনারশিপ। একইসঙ্গে দুজনই হাঁকান হাফসেঞ্চুরি। ইনিংস ঘোষণার আগে মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান ও ফাওয়াদ আলম ৫০ রানে অপরাজিত ছিলেন।
রিজওয়ানের ফিফটি 
দুইবার রিভিউ নিয়ে প্রাণ ফেরত পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সুযোগটাকে কাজে লাগিয়ে পূর্ণ করলেন হাফসেঞ্চুরি।
প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের সামলে দ্রুত রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলম। এরইমধ্যে রিজওয়ান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি।
৯৪.৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯১ রান। ৮৮ বলে ৫২ রান নিয়ে ক্রিজে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ফাওয়াদও রয়েছেন ফিফটির পথে। ৮১ বলে পাকিস্তানের এই ব্যাটারের সংগ্রহ ৪২ রান।
প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট
চতুর্থ দিনের শুরুতেই টাইগার বোলারদের তোপে দুই উইকেট হারায় পাকিস্তান। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪২ রান।
শুরু হয়েছে বৃষ্টির কবলে পড়া ঢাকা টেস্টের চতুর্থ দিন। ১৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। তৃতীয় দিন টানা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। চতুর্থ দিনে মাত্র ৯ রান জড়ো করতে উইকেট হারায় আজহার আলী ও বাবর আজম। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টায় প্রথম সেশনের বাকিটা সময় কাটিয়েছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১৯.৪ ওভার খেলা হয়েছে। ২ উইকেটে ৫৪ রান তুলেছে পাকিস্তান।
ফাওয়াদ আলম ৪৯ বলে ১৯ রান এবং মোহাম্মদ রিজওয়ান ৪৮ বলে ২৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
খালেদের শিকার বাবর
আজহার আলীর পর এবার ক্রিজ ছাড়লেন বাবর আজম। ১২৬ বলে ৭৬ রান করে খালেদ আহমেদের শিকারে পরিণত হয়েছেন পাকিস্তান অধিনায়ক।
দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৮৮ রান। তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। চতুর্থ দিনে মাত্র ৯ রান জড়ো করতে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান। ৬৪.৬ ওভারে দলীয় ১৯৩ রানে আজহার আলী আউট হওয়ার পর তিন ওভারের ব্যবধানে ফিরলেন বাবর আজম।

আজহারকে ফেরালেন এবাদত
টানা বৃষ্টি থামায় অবশেষে মাঠে গড়িয়েছে মিরপুর টেস্ট। আর চতুর্থ দিনের শুরুতে আজহার আলীকে ফিরিয়ে শুভ সূচনা করলেন এবাদত হোসেন।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে ৬.২ ওভার খেলা হয়েছিল। তখনই ক্যারিয়ারের ৩৩তম টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন আজহার আলী। তৃতীয় দিনে তো মাঠেই আসেনি খেলোয়াড়রা। অবশেষে চতুর্থ দিনে মাঠে নেমে ইনিংস লম্বা করতে পারলেন না আজহার। এবাদত হোসেনের বল খেলতে গিয়ে পাকিস্তানি ব্যাটারের ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়, সহজেই তালুবন্দি করেন টাইগার কিপার লিটন দাস। ফেরার আগে আজহারের সংগ্রহ ১৪৪ বলে ৫৬ রান।
৬৫.২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান।
১১৮ বলে ৭৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক বাবর আজম। আজহার ফেরার পর মাঠে নামেন ফাওয়াদ আলম।

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা
দুদিন বাদে সূর্যি মামা একটু মাথা চাড়া দিয়ে উঠেছে। আশা জেগেছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর। তবে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি ভেজা আউটফিল্ডের কারণে। অবশেষে সকাল ১০টা ৫০ মিনিটে খেলা শুরুর নির্দেশ দিয়েছেন ম্যাচ আম্পায়াররা।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে মিরপুর টেস্ট। প্রথমে অর্ধেক দিন খেলার পর, দ্বিতীয় দিনে মাঠে গড়ায় কয়েকটি মাত্র ওভার। টানা বৃষ্টির কারণে ঢাকা টেস্ট থেকে হারিয়ে গেছে ২০৬.৪ ওভার। তিনদিনে ২৭০ ওভারের জায়গায় খেলা হয়েছে মাত্র ৬৩.৪ ওভার। তৃতীয় দিনতো হোটেল থেকে মাঠেই যাননি দুই দলের ক্রিকেটাররা। আজ মঙ্গলবারও নির্ধারিত সময় অর্থাৎ সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হয়নি। এরপর সকাল ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শনে গিয়ে ম্যাচ শুরুর নির্দেশনা দিয়েছেন আম্পায়াররা।
আম্পায়ারদের নির্দেশনা অনুযায়ী আবহাওয়া ঠিক থাকলে চতুর্থ দিনের খেলায় মোট ৮৬ ওভার বল করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর