× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যর্থতার যে ব্যাখ্যা দিলেন শান্ত

খেলা

স্পোর্টস রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২১, বুধবার

ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১০০ রানের। সেখানে ৭৬ রান করে ৭ উইকেট হারায় বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে আজ পঞ্চম দিন ঢাকা টেস্টে হারের শঙ্কাতে টাইগাররা। অথচ মিরপুর শেরেবাংলা মাঠে তিন দিনই ছিল বৃষ্টির দখলে। ২ উইকেটে ১৮৮ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। সেখান থেকে চতুর্থ দিন ইনিংস ঘোষণার আগে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩০০ রান। অলোঅন এড়াতে এখনো প্রয়োজন ২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট।
আজ ব্যাটিং ব্যর্থতার চিত্র অব্যাহত থাকলে টাইগারদের পরাজয় ঠেকেনোর কোন পথ নেই। এমন ব্যাটিংয়ের পর কি ব্যাখ্যা দিবেন টাইগাররা! তবে  দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করা নাজমুল হোসে শান্ত ইনিয়ে বিনিয়ে নিজেদের সাফাই দেয়ার চেষ্টা করলেন তবে সেখানে নিজেদের সামর্থ্যের ঘাটতিই ফুটে উঠেছে। তিনি বলেন, ‘সাধারণ পরিকল্পনাই ছিল। যার যার ন্যাচারাল গেম খেলার পরিকল্পনা ছিল। ওরকম আলাদা কোনো পরিকল্পনা ছিল না। আগ্রাসী ব্যাটিংয়ের একটা কারণ ছিল- উইকেটে যত রক্ষণাত্মক খেলবেন তত কঠিন হয়ে উঠবে। এখানে রান করাও গুরুত্বপূর্ণ। এজন্য ব্যাটাররা যার যে শটে ভালো দক্ষতা আছে তারা সেই শট খেলতে চেয়েছে। এখানে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দুর্ভাগ্যবশত এক্সিকিউশন ওরকম হয়নি। এই উইকেটে রক্ষণাত্মক থাকলেই সমস্যা হত।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর