শেষের পাতা

মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সরানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার

২০২১-১২-০৮

পদত্যাগকারী তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটি  থেকে বহিষ্কৃত ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সব প্ল্যাটফরম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন- বিটিআরসি’র চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মৌখিক এ আদেশ দেন। এ বিষয়ে বুধবার আদালতকে অগ্রগতি জানাতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে।
এর আগে ভিডিওর প্রসঙ্গ আদালতে তুলে ধরে সেগুলো সরানোর নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক। পরে সায়েদুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা মুরাদ হাসানের ওই অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের অডিও-ভিডিও বাচ্চারা শুনলে বা দেখলে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে। সাধারণ মানুষের মধ্যে একধরনের মানসিক অবক্ষয় দেখা দেবে। যে কারণে ভাইরাল হওয়া অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানো প্রয়োজন। পরে আদালত সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা মুরাদ হাসানের অশ্নীল অডিও-ভিডিও সরাতে ব্যবস্থা নিতে বলেছেন। কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা বুধবার রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।
২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য। তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্যকে ঘিরে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই  সোমবার ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে তাকে হুমকিও দেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status